উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজ

ব্রাহ্মণবাড়িয়া ৩৪০০, আই এন এনঃ 138179

.
.
Previous slide
Next slide

এইচএসসি

ডিগ্রি

অনার্স

ফলাফল

বর্তমান সময় ও পরিস্থিতির চাহিদা অনুধাবন করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য ২০১৬ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় একমাত্র প্রাইভেট মহিলা কলেজ “উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজ” এর অগ্রযাত্রা। প্রচলিত একগুঁয়েমি শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করার লক্ষ্যে একঝাঁক মেধাবী শিক্ষকদের তত্ত্বাবধানে আমাদের রয়েছে সর্বাত্মক প্রয়াস যাতে শিক্ষার্থীরা মুখস্থের পরিবর্তে লেখাপড়াকে বাস্তব ভিত্তিক আত্মস্ত করার অনুপ্রেরনা পায়। তাছাড়া সম্পূর্ণ কলেজটি সার্বক্ষনিক সিসি ক্যামেরায় আওতাভুক্ত, রয়েছে মাল্টিমিডিয়া ক্লাস রুম ও তথ্যের ভান্ডার সমৃদ্ধ লাইব্রেরি যেখান থেকে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সহায়ক উপকরণ ও তথ্য সংগ্রহ করতে পারে। উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মহোদয় আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেনকে জানাই আমার প্রানঢালা অভিনন্দন যিনি মানসম্মত শিক্ষার প্রসারে এক নিবেদিত প্রাণ, যার মেধা শ্রম ও ত্যাগের মহিমায় কলেজটি প্রতিষ্ঠা লাভ করেছে। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনায় ব্রাহ্মণবাড়িয়ার সকল মহল সহযোগিতা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এ কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, মহান সৃষ্টিকর্তার কাছে এই কামনা করছি।

আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেন

চেয়ারম্যান

উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মহোদয় আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেনকে জানাই আমার প্রানঢালা অভিনন্দন যিনি মানসম্মত শিক্ষার প্রসারে এক নিবেদিত প্রাণ, যার মেধা শ্রম ও ত্যাগের মহিমায় কলেজটি প্রতিষ্ঠা লাভ করেছে। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনায় ব্রাহ্মণবাড়িয়ার সকল মহল সহযোগিতা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এ কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, মহান সৃষ্টিকর্তার কাছে এই কামনা করছি।

পার্থ তলাপাত্র

অধ্যক্ষ

সম্মানিত অভিভাবকবৃন্দ, শুভানুধ্যায়ী ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম ও নমস্কার। মানবসভ্যতা ও জ্ঞান বিকাশের উন্নতির মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা জাতিকে আত্ননির্ভরশীল ও আত্মমর্যাদাশীল করতে সহায়তা করে। উন্নতির কাঙ্খিত শিখরে আরোহনের একমাত্র পথ হল সুশিক্ষা এবং এটি হতে হবে যুগোপযোগী। বর্তমান সময় ও পরিস্থিতির চাহিদা অনুধাবন করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য ২০১৬ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় একমাত্র প্রাইভেট মহিলা কলেজ “উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজ” এর অগ্রযাত্রা। প্রচলিত একগুঁয়েমি শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করার লক্ষ্যে একঝাঁক মেধাবী শিক্ষকদের তত্ত্বাবধানে আমাদের রয়েছে সর্বাত্মক প্রয়াস যাতে শিক্ষার্থীরা মুখস্থের পরিবর্তে লেখাপড়াকে বাস্তব ভিত্তিক আত্মস্ত করার অনুপ্রেরনা পায়। তাছাড়া সম্পূর্ণ কলেজটি সার্বক্ষনিক সিসি ক্যামেরায় আওতাভুক্ত, রয়েছে মাল্টিমিডিয়া ক্লাস রুম ও তথ্যের ভান্ডার সমৃদ্ধ লাইব্রেরি যেখান থেকে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সহায়ক উপকরণ ও তথ্য সংগ্রহ করতে পারে। উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মহোদয় আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেনকে জানাই আমার প্রানঢালা অভিনন্দন যিনি মানসম্মত শিক্ষার প্রসারে এক নিবেদিত প্রাণ, যার মেধা শ্রম ও ত্যাগের মহিমায় কলেজটি প্রতিষ্ঠা লাভ করেছে। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনায় ব্রাহ্মণবাড়িয়ার সকল মহল সহযোগিতা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এ কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, মহান সৃষ্টিকর্তার কাছে এই কামনা করছি।

Poster 2
WhatsApp Image 2023-10-09 at 09.47.04_81c2079f
WhatsApp Image 2023-09-27 at 9.52.45 AM(1)

97

জন আজকে ভিজিট করেছেন

155

জন গতকালকে ভিজিট করেছেন

97

জন এই মাসে ভিজিট করেছেন

97

জন সর্বমোট ভিজিট করেছেন

Scroll to Top