উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজ

ব্রাহ্মণবাড়িয়া ৩৪০০, আই এন এনঃ 138179

Previous slide
Next slide

নোটিশ

এইচএসসি

ডিগ্রি

অনার্স

দরপত্র

ফলাফল

বর্তমান সময় ও পরিস্থিতির চাহিদা অনুধাবন করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য ২০১৬ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় একমাত্র প্রাইভেট মহিলা কলেজ “উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজ” এর অগ্রযাত্রা। প্রচলিত একগুঁয়েমি শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করার লক্ষ্যে একঝাঁক মেধাবী শিক্ষকদের তত্ত্বাবধানে আমাদের রয়েছে সর্বাত্মক প্রয়াস যাতে শিক্ষার্থীরা মুখস্থের পরিবর্তে লেখাপড়াকে বাস্তব ভিত্তিক আত্মস্ত করার অনুপ্রেরনা পায়। তাছাড়া সম্পূর্ণ কলেজটি সার্বক্ষনিক সিসি ক্যামেরায় আওতাভুক্ত, রয়েছে মাল্টিমিডিয়া ক্লাস রুম ও তথ্যের ভান্ডার সমৃদ্ধ লাইব্রেরি যেখান থেকে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সহায়ক উপকরণ ও তথ্য সংগ্রহ করতে পারে। উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মহোদয় আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেনকে জানাই আমার প্রানঢালা অভিনন্দন যিনি মানসম্মত শিক্ষার প্রসারে এক নিবেদিত প্রাণ, যার মেধা শ্রম ও ত্যাগের মহিমায় কলেজটি প্রতিষ্ঠা লাভ করেছে। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনায় ব্রাহ্মণবাড়িয়ার সকল মহল সহযোগিতা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এ কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, মহান সৃষ্টিকর্তার কাছে এই কামনা করছি।

ডাঃ দীপু মনি

শিক্ষামন্ত্রী

শিক্ষা একটি নান্দনিক ও ধ্রুপদীধারার নির্মাণমুখী প্রক্রিয়া যাতে মানবকুসুমকে প্রস্ফুটিত করে পূর্ণতা দিতে হয়। এ মহান ব্রতে প্রয়োজন হয় দক্ষ নির্মাণশিল্পী আর বিকাশ-বান্ধব সুস্থির পরিবেশের। তবেই মানভকুসুম পূর্ণতা পেয়ে মনুষ্যত্বের অমূল্য উপাদানে শোভিত হয় জীবন মালঞ্চে। নদীমাতৃক সৌন্দর্যে কুল কুল বহমান ডাকাতিয়ার তীরে আপন প্রতিষ্ঠায় চারদিক বিমোহিত করে গড়ে উঠা পুরানবাজার ডিগ্রি কলেজ শিক্ষার তেমনই এক সর্বানুকুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান যাতে সুন্দর ও সুস্থির পরিবেশে দক্ষ ও ব্রতি শিক্ষকের সমৃদ্ধ পাঠদানে প্রস্ফুটিত হয় শিক্ষার্থীর জীবনকুসুম। কেবলমাত্র পরীক্ষার্থী কিংবা সনদধারী মেধাবী নয়, এ বিদ্যায়তন কোমলমতি শিক্ষার্থীদের গড়ে তোলে দেশপ্রেম ও মানবিকবোধ সম্পন্ন নাগরিক হিসেবে যারা শিক্ষা সমাপনে রাষ্ট্রের মহামূল্যবান সম্পদে পরিণত হয়। অন্তর্লোকে নৈতিকতা ও মূল্যবোধের উদ্বোধনে মননশীল ও সৃজনশীল আদর্শ প্রজন্ম নির্মাণে পুরানবাজার ডিগ্রি কলেজ প্রয়াসে অকুন্ঠ ও নিবেদিতপ্রাণ। আজ যারা উচ্চ শিক্ষার মহাস্রোতে জীবনতরী ভাসাতে স্থিরলক্ষ্য হয়েছো, তোমরা ও তোমাদের শ্রদ্ধেয় অভিভাবকমন্ডলীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের দীর্ঘ দিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে এগিয়ে নেওয়ার জন্যে পুরানবাজার ডিগ্রি কলেজ তোমাদের হাতছানী দিয়ে ডাকছে নিরন্তর। তোমাদের দৃপ্ত পদচারণায় মুখরিত হউক এ কলেজ প্রাঙ্গন, মুখরিত হোক যাযাবর স্মৃতি ভবন, বাদামতরু, রবীন্দ্র নজরুল চত্বর আর চেতনায় প্রদীপ্ত হোক শহীদ মিনারের পূণ্য বেদী। কলেজের সাত মার্চ চত্বর তোমাদের বিমোহিত করুক ইতিহাসের রোমাঞ্চ জাগিয়ে। নদী ও নিসর্গ শোভায় তোমাদের শিক্ষা হোক কালজয়ী। তোমাদের অনাগত সাফল্যে পুরানবাজার ডিগ্রি কলেজ হয়ে উঠুক গর্বিত জননীর মত দ্মুতিময়। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবি হোক।

পুরান বাজার ডিগ্রী কলেজ ওয়েবসাইট খুলে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এবং সরকারের ভিশন ২০২১ এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটটিতে যে তথ্য, উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে এবং তা সবার কাছে সহজলভ্য হবে। এটা নিশ্চিত যে, আমাদেরকে ইনফরমেশন হাইওয়েতে উঠতে গেলে, চলতে গেলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরের কার্য্যক্রমে গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেবার মান উন্নত হবে ও দূর্নীতি সহনীয় মাত্রায় নেমে আসবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে পুরান বাজার ডিগ্রী কলেজ এর ওয়েবসাইটি সফলতার সাথে সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমাদের সেবা সকলের কাছে পৌছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

ডাঃ দীপু মনি

শিক্ষামন্ত্রী

Scroll to Top